কালিহাতীর নবাগত ওসি তৌফিক আজমের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময়

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী থানার সদ্য যোগদানকারী দক্ষ, অভিজ্ঞ ও চৌকস অফিসার ইনচার্জ (ওসি) জে ও এস তৌফিক আজমের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী ইউনিটের এক সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কালিহাতী থানায় অফিসার ইনচার্জের কার্যালয়ে এই আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিটের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন, সদস্য প্রভাত দত্ত এবং সদস্য বাবলু মিয়া।

মতবিনিময় সভায় নবাগত ওসি জে ও এস তৌফিক আজম জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “কালিহাতী উপজেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা একান্তভাবে কাম্য।”

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।

উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ জে ও এস তৌফিক আজম গত ৭ ডিসেম্বর কালিহাতী থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার সিংগাইর থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকার স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে মাগুরা, রাজবাড়ী ও টাঙ্গাইল জেলায় সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিআইবি)-তেও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ মতবিনিময় সভার মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাদার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *