দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ভূঁইয়াবাগ এলাকার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এলাকা থেকে শুরু করে নগরীর নন্দিপাড়া, উকিলপাড়া রেললাইন ও গলাচিপা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে শেষ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগটি শেষ হয়।
এসময় পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করি। এজন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সকলের ঘরে ঘরে পৌছে দিচ্ছি। আগামী দিনে রাষ্ট্র কাঠামো গঠিত হবে এই ৩১ দফার মাধ্যমে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা সেই রাষ্ট্র গঠন করবো যেই রাষ্ট্রের স্বপ্ন দেখে প্রতিটি বাঙ্গালী। আগামীর রাষ্ট্র হবে সেই স্বপ্নের রাষ্ট্র।
এসময় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, বিএনপি নেতা মনোয়ার হোসেন শোখন ও মনির সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।