টাঙ্গাইলে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইল জেলার চারটি শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারের এক সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

সভায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

এছাড়া সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
দৈনিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ বি এম আব্দুল হাই; দৈনিক ইনতিজারের সহ-সম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার কালিহাতী প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ; দৈনিক ইনতিজারের আইনবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ এবং জাতীয় সাংবাদিক সংস্থার মির্জাপুর ইউনিটের সহ-সভাপতি লুৎফর রহমান অরেঞ্জসহ আরও অনেকে।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার সাংবাদিকদের সঙ্গে পরিচিত হয়ে বলেন,
“পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে আমরা সবাই একটি অভিন্ন লক্ষ্যে কাজ করি।”

সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন—
“এই নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নতুন করে পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। আমি টাঙ্গাইলে দায়িত্ব পেয়েছি সৎভাবে দায়িত্ব পালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই। অতীতের মতো নয়, এবার জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন—
“পুলিশ বাহিনীর নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনী দায়িত্ব অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হবে। এ ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সভাটি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং যৌথভাবে টাঙ্গাইলকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক জেলায় রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *