কালিহাতীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও মননশীল আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‌্যালীটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচি এলাকাবাসীর মনে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সর্বাঙ্গীন উন্নয়নের পূর্বশর্ত। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সার্বিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়-নৈতিকতার চর্চার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন। বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্তের দক্ষ সঞ্চালনায় আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক সাব্বির আহমেদ আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসিন হাবীব সবুজ, ক‍্যাশিয়ার সিনিয়র সাংবাদিক বিপ্লব সরকার, দপ্তর সম্পাদক সাংবাদিক শুভ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত ভূঁইয়া, সদস্য হাসান মুহাম্মদ শহিদুল্লাহ, আমিনুল ইসলাম আমান, মো. জালাল উদ্দিন, যুগ্ম আইনবিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রহিমসহ কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কার্যকর ও টেকসই কর্মসূচি গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *