দৈনিক তালাশ ডটকমঃ আমার নারায়ণগঞ্জ: আতঙ্কের নগরী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ইসদাইর এলাকা। এখানে পান থেকে চুন খসলেই ঘটে স্বসস্ত্র হামলা। বিগত দুই বছরে চাঁদাবাজি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এই এলাকায় বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় প্রাণ হারান অন্তত বেশ কয়েকজন। ঘটনাগুলোর নেপথ্যে থাকা গুটি কয়েক কথিত বড় ভাইয়ের নেতৃত্বে গড়ে উঠা একাধিক কিশোরগ্যাং কাজ করছে মাদক ব্যবসায়।
ইসদাইর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শান্ত আবারও বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক অপকর্ম করে পার পেয়ে যাওয়ায় এলাকার মাদক ব্যবসায়ীতে পরিনত হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়- শান্ত গোটা এলাকাজুড়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। মাদক সেবন ও ব্যবস ও লুটতরাজ চালানো তার নিত্যকার কাজ।
শান্তর বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানায়, শান্ত ‘বাবা’ (ইয়াবা) খায় এবং প্রকাশ্যে মাদক ব্যবসা চালায়। এলাকার একজন ছিচকে সন্ত্রাসী হিসেবে জনপদজুড়ে শান্তর নাম-ডাক রয়েছে বলে তিনি জানান।
স্থানীয় একাধিক ব্যাক্তি বলেন- রাসেল তার সহযোগীদের মাধ্যমে আশপাশের এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা ব্যবসা নিয়ন্ত্রণ করে। কেউ বাঁধা দিলে রাসেল ও তার সাঙ্গপাঙ্গরা নানাভাবে টার্গেটকৃত ব্যক্তিকে নানাভাবে হয়রানি করে।