পূর্ব ইসদাইরে নিখোঁজ মোবারক হোসেনের সন্ধান ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দৈনিক তালাশ ডটকমঃ রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিখোঁজ মোবারকের মা রোকেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা আর কিছুই চাই না, আমার বাবার লাশটা তোরা দে। গত ২০ দিন ধরে নিখোঁজ। ফতুল্লা থানায় অভিযোগ করতে গেলে প্রথমে নেয়নি। পরবর্তীতে অভিযোগ নিলেও এক নম্বর আসামিকে তিন নম্বরে, দুই নম্বর আসামিকে চার নম্বরে রেখেছে। টাকার বস্তা দিছে আর আমাদের অভিযোগের কাগজ উল্টা-পাল্টা করে দিয়েছে।”

মানববন্ধনে বক্তারা জানান, নিখোঁজ মোবারকের সন্ধান বা মরদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত রজ্জাক, জসিম, ওয়াসিম ও জাকিরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—নিখোঁজ মোবারকের মা রোকেয়া বেগম, পিতা মো. খলিল, ছোট ভাই আব্দুল বারেক, কোরবান আলী এবং পূর্ব ইসদাইর এলাকার স্থানীয়রা।

এজাহার সূত্রে জানা যায়, নিখোঁজ মোবারক হোসেন (৩৬) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি চায়ের দোকানে কর্মরত ছিলেন। গত ১৮ নভেম্বর কাজ শেষে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *