দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জনপ্রিয় মুখ মোহাম্মদ শাহ আলম জাঁকজমকপূর্ণ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে এ গণসংযোগে মোহাম্মদ শাহ আলম পথচারী, দোকানপাট ও বিভিন্ন জনসাধারণের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন। এসময় হাজারো নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এ গণসংযোগ কর্মসূচিতে তাকে সমর্থন জানান।
এসময় গণসংযোগকালে সামাজিক, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে মোহাম্মদ শাহ আলম বলেন, ‘‘নতুন প্রজন্ম চায় দুর্নীতি বন্ধ হোক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠুক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুসরণ করে ধানের শীষের আদর্শে জনগণের জন্য কাজ করতে চাই। আমরা একটা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার রক্ষা হবে। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ৩১দফা বাস্তবায়ন কর্মসূচি চলমান থাকবে।’’
মোহাম্মদ শাহ আলম আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ক্লিন ইমেজের নেতৃত্ব ও প্রার্থী তিনি বাছাই করবেন এবং তাদেরকে প্রধান্য দিবেন। আপনারা সাক্ষী আমি শাহ আলম কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের কখনো প্রশ্রয় দেইনি। জীবনে কখনো কোনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের প্রশ্রয় দেবোও না।
নারায়ণগঞ্জ-৪ আসনের হেভিওয়েট প্রার্থী মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে এসময় ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ৯, ৮, ৭, ৬, ৫ ও ৪নং ওয়ার্ড এলাকার প্রতিটি ঘরে গিয়ে তিনি বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলছেন। তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংহত রাখতেও তিনি কাজ করছেন। জনবান্ধব এই নেতাকেই আগামী নির্বাচনে দল মনোনয়ন দেবে বলে কর্মী-সমর্থকেরা বিশ্বাস করেন।
এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, ইকবাল হোসেন, আমিনুল শিকদার, শাহীন মুন্সি, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু ও মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।