কালিহাতীতে আশা শিক্ষা সেবিকাদের ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া ব্রাঞ্চে আশার শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রশিক্ষণ সমাপ্ত হয় যা ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল।

কালিহিতীর বাগুটিয়া ব্রাঞ্চের অধীনে ১৫টি শিক্ষা কেন্দ্রের ১৫ জন শিক্ষা সেবিকা এবং ১ জন সুপারভাইজার এই প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের শিশু থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদানের পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা সেবিকারা ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করার কৌশল শিখেছেন।

আশার সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এই শিক্ষা কার্যক্রম সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগটি প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার আশঙ্কায় থাকা শিক্ষার্থীদেরকে শিক্ষা কেন্দ্রের মাধ্যমে পুনরায় পাঠে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *