‌ফের দৌঁড়ঝাপে আজমেরী বা‌হি‌নির ফুটবলার ম‌নির তার ভাই দেলোয়ার ও ভাগিনা সোহে‌লের।

দৈনিক তালাশ.কমঃ আজমেরী ওসমান বা‌হি‌নির অন‌্যতম সদস‌্য গাবতলীর আতংক ফুটবলার মনির। সরকা‌রের পত‌নের পর গাঁ ডাকা দি‌লেও আধিপত‌্য বিস্তার কর‌তে আবা‌রো বি‌ভিন্ন মহ‌লে দৌঁড়ঝা‌পে ব‌্যস্ত ফুটবলার মনির ও তার চেলাচামুন্ডারা।

জানা গে‌ছে, ফুটবলার ম‌নিরের স‌হোদর ভাই দেলোয়ার ও তাদের পিতা মৃত বারেক পিয়ন, নাতি সোহেলের অত্যাচারে এলাকা বাসী অতিষ্ট ছিল। তা‌দের বিরু‌দ্ধে ঝুট সন্ত্রাসী মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ রয়েছে।
গাবতলী টাগারপাড় এলাকার স্থানীয়রা জানায়, আজমেরী ওসমান ও তার সহযোগী ফুটবলার মনিরসহ বিভিন্ন নেতাদের নাম বিক্রি করে, দিনের পর দিন ফুটবল‌ার মনির গং চাঁদাবাজি মাদক ব্যবসাসহ এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রে‌খে‌ছিল। নানা অপকর্ম করেছে এ-ই সন্ত্রাসীরা। তাদের আতঙ্কে এলাকা বাসী মুখ খুলতে চায় না।
কারন তাদের কাছে রয়েছে দেশী ও বিদেশ অস্ত্র।আরো রয়েছে কিশোর গ্যাং ক‌থিত নাতি সোহেল একজন ইয়াবার ডিলার। তারও রয়েছে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। ক‌থিত নাতি সোহেলের নামে ফতুল্লা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *