সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারা বারি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

দৈনিক তালাশ.কমঃ সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান মাদক সহ গ্রেপ্তাররা করেছে র‌্যাব-১১ এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করার তথ্য র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সিদ্ধির গঞ্জের চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি পিক-আপ ভ্যান আটক করে তল্লাশি করে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের সাথে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তারা।
একটি পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করা আসছিলো গ্রেপ্তারকৃত জুম্মন ও ইকবালের নামের দুই মাদক কারবারি।
তারা,দেশের বিভিন্ন সীমান্ত থেকে নিষিদ্ধ এই মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে তা নিজেরা বাহন করে এনে নারায়ণগঞ্জ,ঢাকা ও এর আশেপাশের জেলায় পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছে এ ঘটনায় সিদ্ধির গঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।মাদকসহ গ্রেপ্তাররা হলেন কুমিল্লা কোতয়ালীর শাহজাহানের ছেলে জুম্মন (২৯) জেলার হুমায়ুনের ছেলে ইকবাল (৩৫)

 

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *