?> সত্যের সন্ধানে দৈনিক তালাশ ডট কম – Page 453 – dailytalas.com

Blog

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মোঃ রায়হানের শুভেচ্ছা

    আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মোঃ রায়হানের শুভেচ্ছা

    মাসদাইর যুব কল্যাণ সংঘের সহ সম্পাদক মোঃরায়হানের শুভেচ্ছা আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর ১লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও বামপন্থী আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিত ভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বিশ্বের প্রায় ৮০টি দেশে ১লা মে জাতীয় ছুটির দিন। আরও অনেক দেশে এটি বেসরকারি ভাবে পালিত হয়।

    ইতিহাস
    ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের গণহত্যার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে শ্রমিক দিবস পালিত হয়। সে দিন দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদের ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্র্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। ১৮৯১ সালের আন্তর্জাতিকের দ্বিতীয় কংগ্রেসে এই প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়। এর পর পরই ১৮৯৪ সালের মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে। পরে ১৯০৪ সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে দৈনিক আট ঘণ্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব জুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের (ট্রেড ইউনিয়ন) প্রতি আহবান জানানো হয়। সেই সম্মেলনে “শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না খাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে’র ১ তারিখে “বাধ্যতামূলকভাবে কাজ না করার” সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক দেশে শ্রমজীবী জনতা মে মাসের ১ তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয়। দীর্ঘদিন ধরে সমাজতান্ত্রিক, কমিউনিস্ট এবং বিভিন্ন গণ সংগঠন তাদের দাবি জানানোর জন্য মে দিবসকে মুখ্য দিন হিসাবে বেছে নিয়ে আসছে। কোনও কোনও স্থানে শিকাগোর হে মার্কেটের আত্মত্যাগী শ্রমিকদের স্মরণে আগুনও জ্বালানো হয়ে থাকে। পূর্বতন সোভিয়েত রাষ্ট্র, চিন, কিউবাসহ বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। সে সব দেশে এমনকী এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। ভারতেও এই দিনটি পালিত হয়ে আসছে। উল্লেখ্য ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে এই দিনটি ছুটির দিন।

    আমেরিকা ও কানাডাতে অবশ্য সেপ্টেম্বর মাসে শ্রম দিবস পালিত হয়। সেখানকার কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন এবং শ্রমের নাইট সংগঠন ছিল এই দিন পালনের উদ্যোক্তা। হে মার্কেটের হত্যাকাণ্ডের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যে কোনও আয়োজন হানাহানিতে পর্যবসিত হতে পারে। সে জন্য ১৮৮৭ সালেই তিনি নাইটের সমর্থিত শ্রমজীবী দিবস পালনই চালু করেন।

  • পিতার ৯ম মৃত্যুবার্ষিকীতে পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের গভীর শ্রদ্ধাঞ্জলি

    পিতার ৯ম মৃত্যুবার্ষিকীতে পুত্র আলহাজ্ব আজমেরী ওসমানের গভীর শ্রদ্ধাঞ্জলি

    নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করলো গোটা নারায়ণগঞ্জবাসী। দিনটি পালনে সদর-বন্দরই নয় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁসহ ৭টি উপজেলায়ই আয়োজন করা হয় দোয়া ও কাঙ্গালীভোজসহ নানা অনুষ্ঠান। শুধু তাই নয়, গতকাল রবিবার (৩০ এপ্রিল) নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, দেকানগুলো ছেয়ে গেছে নাসিম ওসমানের শোক প্রতিকৃতির ব্যানার, ফেস্টুন ও কালো কাপড়ে।


    এদিকে নেতাকর্মীদের আয়োজিত এসব দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অনুপ্রেরণা জানাতে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার পারভীন ওসমান, পুত্র আজমেরী ওসমান, পুত্রবধূ সাবরীনা ওসমান জয়া ও নাতি আরহাম ওসমান আলিফ

    এসময় স্বামীর স্মরণে পারভীন ওসমান বলেছেন, স্বামী হারা হয়েও পরিবারটি নিয়ে কাটিয়ে যাচ্ছি। এখনো আপনাদের মত কর্মীদের আবেগ ও উচ্ছাসে বুঝা যায় নাসিম ওসমানের ভালবাসা বেঁচে আছে। সদর ও বন্দরসহ পুরো জেলাবাসী আপনারা যেভাবে ভালবাসা দিয়েছেন, তার জন্য আমার পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করে। এ ধরণের অনুষ্ঠানে আমি নিজেকে ধরে রাখতে পারি না। নাসিম ওসমান নেই, এই কথাটা আমি আজো মেনে নিতে পারিনি। শুধুমাত্র আপনাদের ডাকে আপনাদের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে দু:খ ভারাক্রান্ত হৃদয়ে অসুস্থ শরীরে হাজির হতে হয়।

    পনারা আমার স্বামীর পাশাপাশি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেভাবে দেশকে এগিযে নিয়ে যাচ্ছেন আগামীতেও যেন আমাদের বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হয়। বাবার জন্য দোয়া কামনা করে পুত্র আজমেরী ওসমান বলেন, আপনারা আমার বাবাকে কতটা ভালবাসেন তা এসব অনুষ্ঠানে আসলে বুঝা যায়। আর তাই আজ আমরা স্বপরিবারে আপানাদের আয়োজনের অংশিদার হিসেবে উপস্থিত হয়েছি। আমার মা, স্ত্রী ও ছেলে সকলেই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, শুধু আপনাদের ভালবাসায়। আমি বাবার আদর্শকে বুকে ধারণ করে অসহায়-গরীবদের মাঝে সেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি।

    আপনারা যারা এলাকায় এলাকায় এসব আযোজন করেছেন। দিনভর পরিশ্রম দিযেছেন, মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলোয়াত করিয়েছেন আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা রইল। দোয়া করবেন যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।অন্যদিকে, দিনটি পালনে সকাল থেকেই প্রিয় নেতা নাসিম ওসমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সকল নেতাকর্মীরা। এছাড়াও ফুলের শ্রদ্ধা নিবেদনসহ বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দোয়া করেন আজমেরী ওসমান। এরপরই দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অংশ নেন নাসিম ওসমানের পরিবার। প্রায় অর্ধশতাধিক স্পট ঘুরে ঘুরে নেওয়াজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনসহ শত শতকর্মী সমর্থকরা।

  • শেরপুর ঝিনাইগাতী নলকুড়া বিষ পানে বৃদ্ধের আত্মহত্যা

    শেরপুর ঝিনাইগাতী নলকুড়া বিষ পানে বৃদ্ধের আত্মহত্যা

    শেরপুর প্রতিনিধি:  ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত লেচু শেখের ছেলে। সে ১ ছেলে ৬ মেয়ের জনক। ৩০ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বৃদ্ধ আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট রোগে ভোগছিল। রবিবার দুপুরে পরিবারের সকলের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রূত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুের কোলে ঢলে পড়ে। পুলিশ সংবাদ পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট সহ ঘটনাস্থল পরিদর্শণ করেন।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক নাসিম ওসমানের ৯ম মৃত্যুবাষির্কী

    এপ্রিল রবিবার। নারায়ণগঞ্জ ৫ (সদর-বন্দর) আসনের চারবারের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ৯ম মৃত্যুবাষির্কী। ২০১৪ সালের ৩০এপ্রিল ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন তিনি। সে সময় তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে সকল অঙ্গনে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। কারণ তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে নববধূকে বাড়িতে ফেলে ছুটে চলে যাওয়া সর্বপ্রথম বলিষ্ঠ ভূমিকা রাখা বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ট সৈনিক।২৯শে এপ্রিল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে মরহুমের পরিবারের পক্ষ থেকে নাসিম ওসমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন মরহুমের স্ত্রী পারভীন ওসমান ও ছেলে আজমেরী ওসমানসহ পরিবারের সদস্যরা। আল্লামা ইকবাল রোড এলাকায় দিনব্যাপী কোরআন তেলোয়াত করা হবে। মসজিদ-মাদ্রাসায় বিশেষ দোয়া করাসহ দু:স্থদের মাঝে বিতরণ করা হবে রান্না করা খাবার। এছাড়াও সদর-বন্দরসহ বিভিন্ন থানা, উপজেলা ও এলাকাগুলোতে নেতা-কর্মীদের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।এদিকে, রবিবার ৩০ এপ্রিল সকাল ১১টায় বন্দরে পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, প্রয়াত নাসিম ওসমান নারায়ণগঞ্জের অন্যতম রাজনৈতিক ওসমান পরিবারের বড় সন্তান। তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) প্রয়াত সাংসদ এ.কে.এম শামসুজ্জোহা ও মা ভাষা সৈনিক ও রত্মগর্ভা নাগিনা জোহা। প্রয়াত এ.কে.এম সামসুজ্জোহার পাঁচ সন্তানের মধ্যে জেষ্ঠ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান। ১৯৫৩ সালের ৩১ জুলাই তিনি জন্মগ্রহণ করেন।তিনি ছিলেন নারায়ণগঞ্জের গণমানুষের প্রাণের নেতা। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে সুইসাইড স্কোয়াডে যুদ্ধ করেছেন। পরবর্তীতে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হওয়ার পর নববিবাহিতা বধূকে রেখে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হন এবং কাদেরিয়া বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৮১ সালে তিনি দেশে ফিরে আসেন। প্রয়াত নাসিম ওসমান ১৯৮৪১৯৮৬ সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এবং ২০০৮২০১৪ সালে মহাজোট প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।নারায়ণগঞ্জের ইতিহাসে তিনি সর্বাধিক ৪ বারের নির্বাচিত জাতীয় সংসদের সদস্য। ছোট দুই ভাই নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ২০১৪ সালের ৩০শে এপ্রিল নাসিম ওসমান এর আকস্মিক মৃত্যুতে পরবর্তী সংসদ অধিবেশনে শোক প্রস্তাব রাখতে গিয়ে অজোড়ে কেঁদে ছিলেন সংসদ নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সোমবার বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

    বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদ-২০২৩-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী কাল সোমবার। আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সহ সম্পাদক পদে ২ জনসহ মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে সহ সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন ও সহ সম্পাদক পদে ১ জন নির্বাচিত হবেন।প্রতিদ্বন্দ্বিতাকারীগণ হচ্ছেন, সহ সভাপতি পদে মোঃ মেহেবুব মিয়া (দৈনিক ইয়াদ), মাহফুজুল আলম জাহিদ (দৈনিক এই বাংলা) ও খোলা কাগজ পত্রিকার মোঃ মামুন মিয়া, সাধারণ সম্পাদক পদে সাবেক সম্পাদক মোঃ মহিউদ্দিন সিদ্দিকী ( নয়া দিগন্ত), মোঃ নাসির উদ্দিন (দৈনিক ডান্ডিবার্তা) ও মানবজমিন পত্রিকার মোঃ নুরুজ্জামান মোল্লা এবং সহ সম্পাদক পদে জি এম সুমন (যায়যায়দিন ও যুগেরচিন্তা) ও বাংলা ট্রিবিউন ও সময়ের আলো’র আরিফ হোসেন কনক।আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ইত্তেফাক’র জেলা প্রতিনিধি হাবিবুর রহমান বাদল। তাঁকে সহায়তা করবেন বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানসহ  উপজেলা প্রশাসন মনোনীত কর্মকর্তা। নির্বাচন সমন্বয়কারী’র দায়িত্ব পালন করছেন সাবেক সহ সভাপতি মোঃ কবির হোসেন।এর আগে গত ২৮ এপ্রিল বন্দর প্রেসক্লাব ভবনে চুরান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার দিন কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে দেশ রুপান্তর এর না’গঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক মোবারক হোসেন কমল খান পুনরায় সভাপতি নির্বাচিত হন।অন্যান্য কর্মকর্তাগণ হচ্ছে, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন (প্রতিদিনের নারায়ণগঞ্জ), অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান সজিব (সমকাল), দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান রিপন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মোঃ শাহ জামাল (ভোরের বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হৃদয় আহমেদ জয় (নিউজ ২৪)। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি এড. শাহ্ আলী মোঃ পিন্টু খান (অগ্রবাণী প্রতিদিন), মোঃ ইমরান মৃধা (শীতলক্ষ্যা) ও দ্বীন ইসলাম দীপু (অগ্রবাণী প্রতিদিন)।

  • বাসের কাউন্টারের অন্তরালে হোটেল মাসুদের মাদক ব্যবসা

    ফতুল্লা থানাধীন মাসদাইর বারোই বোক সংলগ্ন ফারিয়া গারমেস পর্যন্ত মাদকসম্রাট,হোটেল মাসুদের,জম জমাট মাদক ব্যবসা ভাঙ্গারির দোকানে হেলমেট ঝুলিয়ে হেলমেটের ভিতরে রেখে বিক্রি করে যাচ্ছে মাদক এলাকায় ডিস্ট্রিক্ট বাসের কাউন্টার সামনে চলছে এ-ই মাদক ব্যবসা,জুয়া,গাঁজা হিরোন,ফেনসিডিল ব্যবসা এলাকায় খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে বাস কাউন্টারের অন্তরালে চলছে গাঁজা,ফেনসি,ইয়াবা,জুয়া সহ নানা অপকর্ম সন্ত্রাসী,হোটেল মাসুদ পিতা মুসলিম।সন্ত্রাসীদের সাথে আত আত করে মাসুদ এ-ই অপকর্ম চালিয়ে যাচ্ছে তাই নারায়ণগঞ্জ জেলা এসপি ও ফতুল্লা থানার ওসি সাহেবের কাছে এলাকায় বাসীর দাবি যাতে করে আইন গত ব্যবস্থা গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং এ-র আত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

    আরো জানা যায় মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক ব্যবসায়ী পারুলির জমজমা মাদকব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পারুলি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদক ব্যবসা ধরাছোঁয়ার বাইরে পারুলি ও তার সহযোগীরা।

  • কিশোর গ্যাং এর অত্যাচারে আতঙ্কে এলাকাবাসি থানায় অভিযোগ হলেও খুঁজে পায় না পুলিশ

    কিশোর গ্যাং এর অত্যাচারে আতঙ্কে এলাকাবাসি থানায় অভিযোগ হলেও খুঁজে পায় না পুলিশ

     

    স্টাফ রিপোর্টার                                মাসদাইরে ইয়াবা,গাঁজা, হিরন,ফেনসিডিল বানিজ্য এবং ঘরে ঘরে মাদক। ধরাছোঁয়ার বাইরে রয়েছে মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার ছাঈদ। সে ঐ এলাকার মনির হোসেনের ছেলে।

    গত ১৭ তারিখ রাত ১১ টার সময় মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাঈদের অন্যতম সহযোগী বাবুল মিয়ার বাড়ি থেকে একজনকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মাদক ব্যবসায়ী সাঈদ ও তার অন্যতম সহযোগী কিশোর গ্যাং লিডার,ছিনতাইকারীদের গডফাদার সাবু। মাসদাইর পতেঙ্গার মোড় ও গুদারাঘাট এলাকায় সাঈদ, সাবু, রাকিব, কসাই শাওন, চশমা সাব্বির, তুষার সহ কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার সাধারণ জনগণ।


    সূত্রে জানা যায়, এসকল কিশোর গ্যাং এর সদস্যরা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতার নাম বিক্রি করে চালিয়ে যাচ্ছে মাদক স্পট, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, হত্যা সহ নানা অপকর্ম। এলাকার সাধারন মানুষ কিছু বলতে গেলে কিশোর গ্যাং এ-র সদস্যরা মানুষের বাড়ি ঘরে ভাংচুর, মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। তাদের কাছে রয়েছে দেশি-বিদেশী অস্ত্র, তাদের বিরুদ্ধে রয়েছেa চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, মাদক ব্যবসা সহ নানা অপকর্মের অভিযোগ ও মামলা। তারা রাতের আধাঁরে ছিনতাই, ডাকাতি, চুরি সহ নানা অপকর্ম।
    মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় কিশোর গ্যাং লিডার ও ফেনসিডিল ব্যবসায়ী সাঈদ ও সাবুর কিশোর গ্যাং এর  সন্ত্রাসদের দিয়ে মাদক ব্যবসা, ছিনতাই সহ নানা অপকর্ম করে বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসী আরো জানায়, কিছু হলেই দোকানপাট বাড়িঘর ভাংচুর, মানুষের উপরে হামলা সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে সাঈদ ও সাবু সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে। কারণ একসময় ভাত খেতে ভাত পেতো না সাইদ ও সাবুরা অথচ আজকে তারাই মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছে তারা ও তাদের শেল্টার দাতারা। সেল্টার দাতাদের মধ্যে রয়েছে, সাবেক ছাত্রলীগ নেতা ১। মতিউর রহমান প্রধান ২। আতাউর রহমান প্রধান ৩। রাফেল প্রধান ৪। রাসেল প্রধান। তাদের নাম বিক্রি করে এই কিশোর গ্যাং এ-র সদস্যরা আধিপত্য বিস্তার করে চলছে। এসকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে ভয় পায় পুলিশ। এলাকার সাধারণ নিরীহ মানুষ জানায়, এই সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রয়েছে ফতুল্লা থানার এস আই হুমায়ুন কবীরের। সে তাদের কাছ থেকে মোটা অংকের মাসোহারা নিয়ে থাকে। তার সাথে অত্র এলাকার সকল সন্ত্রাসীদের সাথে রয়েছে সুসম্পর্ক।
    গত ১৪ এপ্রিল বেলা ১২ টার সময় মাসদাইর পাকাপুল এলাকা থেকে কিশোর গ্যাং লিডার  সাবু ও তার সহযোগী সন্ত্রাসীরা মোঃ সুজন (৩৪) নামের এক যুবককে তুলে নিয়ে হত্যার চেষ্টা করে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়ে, যার দ্বায়িত্ব দেয়া হয় এসআই হুমায়ূন কবিরকে। এ বিষয়ে কথা বললে সে জানায়, ফতুল্লা থানায় আমি একা কর্মকর্তা নেই। ঘটনা যা হবার তা হয়ে গেছে, এখন আসামীদের খুঁজে বের করতে হবে। অথচ সে কোন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এলাকাবাসী জানায়, এনায়েত নগর ইউনিয়নের ফতুল্লা থানা মাসদাইরে সকল অপরাধীদের সহযোগীতা করে এই এসআই হুমায়ুন কবির।
    এছাড়াও গত ৩১ মার্চ একটি মোবাইল বেচাকেনাকে কেন্দ্র্র করে অন্তত একশটি বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করে। এব্যাপারে কিশোর গ্যাং লিডার মানিক, সাবু সহ ১০/১২ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন সূর্য্য বেগম।

  • ঘরেই করা যায় মেনিকিওর-পেডিকিওর

    ঘরেই করা যায় মেনিকিওর-পেডিকিওর

    লাইফস্টাইল ডেস্ক : ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু এই ভিড়ে পার্লারে গিয়ে মেনিকিওর-পেডিকিওর করার সুযোগ এখনো হয়নি। এদিকে হাত-পায়ের রুক্ষতা ও কালচে ভাব দূর করতে মেনিকিওর-পেডিকিওর করাও জরুরি। চাইলে পার্লারে না গিয়ে বাড়িতে বসেও সহজেই পায়ের যত্ন নিতে পারেন। চলুন জেনে নেই উপায়।

    প্রথমে একটি বালতি কিংবা বড় পাত্রে ৩/৪ লিটার হালকা গরম পানি নিয়ে এতে ১/২ চা-চামচ লবন, খানিকটা শ্যাম্পু এবং ২/৩ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।

    এরপর এই পানিতে হাত-পা ডুবিয়ে রাখুন ২০ মিনিট। এরপর হাত এবং পায়ের নখের পাশের বাড়তি চামড়া নরম হয়ে আসলে একটি কিউটিকল রিমুভার দিয়ে ঘষে দূর করে নিন।

    এবার ২/৩ চামচ লেবুর রস, ১ চামচ অলিভ অয়েল এবং ২ টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে একটি প্রাকৃতিক স্ক্রাবার তৈরি করে হাত ও পায়ের ত্বকে ভালো করে স্ক্রাব করে নিন।
    এরপর ১০ মিনিট হাত-পা হালকা গরম পানিতে খানিকটা শ্যাম্পু দিয়ে ভিজিয়ে রাখুন। এবার হাত-পা ভালো করে ধুয়ে, মুছে ময়েশ্চারাইজার লাগান। অলিভ অয়েল খুব ভালো একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। চাইলে অলিভ অয়েল ম্যাসাজ করেও নিতে পারেন।

  • চাঁদপুরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ

    চাঁদপুরে লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ

    চাঁদপুর প্রতিনিধি :  চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের যুবদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা ও পুরাণবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

    ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে ইউনিয়নের বহিরিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, লোকমান গাজী, মুকসুদ মুজি, হাবিব খান, সোবাহান বেপারী, সাদা সুমন খান প্রমুখ। ঘটনার পর ইউনিয়ন যুবদলের শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মী ঘোষিত যুবদলের কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিস্কারের দাবিতে বিক্ষোভ করেন।

    এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও নব-ঘোষিত সেক্রেটারি নূর মোহাম্মাদ বেপারী জানান, ‘আজকে বিকেলে আমাদের বহুল প্রতিক্ষিত ইউনিয়ন যুবদলের সম্মেলন ছিলো। সম্মেলনটি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুইয়ার বাড়িতে হয়। আমাদের সদর থানা বিএনপি এবং যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এতে আমাকে সভাপতি এবং নুরু ইসলাম পাটোয়ারিকে সেক্রেটারি ঘোষণা করা হয়। হঠাৎ করে তারা অদৃশ্য কারণে ৫ মিনিটের সময় চেয়ে অনুষ্ঠানস্থল থেকে অন্যত্র যান। ফিরে এসে তারা দ্বিতীয় দফায় যে কমিটি ঘোষণা করেন, তাতে আমাকে সেক্রেটারি এবং নুরু ইসলাম পাটোয়ারিকে সভাপতি করা হয়। এই ঘোষণার পর উপস্থিত নেতাকর্মীরা টাকার বিনিময়ে করা এই কমিটি মানিনা বলে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে সেখানে হট্টগোল বেঁধে যায়।’

    তিনি আরও জানান, ‘ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুইয়া নিজে আমাদের যুবদলের নেতাকর্মীদের পিটিয়ে আহত করেছে। আমাদের ১০/১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে কি করে যুবদলের নেতাকর্মীদের গায়ে হাত তোলে। তারা টাকার বিনিময়ে ৫ মিনিটের মধ্যে কমিটি পাল্টে দিয়েছে। আমরা এই কমিটি বাতিল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকের বহিস্কারের দাবী করছি।’

    এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নব-ঘোষিত সভাপতি নুরু ইসলাম পাটোয়ারি বলেন, ‘আমি সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। আমাদের আহ্বায়ক দাদন খানকে বিএনপির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আজকে সাংগঠনিক নিয়মে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আমাকে সভাপতি এবং সদস্য সচিব নূর মোহাম্মাদ বেপারীকে সাধারণ সস্পাদক করা হয়েছে। কিন্তু নূর মোহাম্মাদ বেপারী হট্টগোল করে। তার নেতৃত্বে যে বিশৃঙ্খলা করা হয় তাতে আমরা বিব্রত। আমি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করছি সাংগঠনিবভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’