?> সত্যের সন্ধানে দৈনিক তালাশ ডট কম – Page 3 – dailytalas.com

Blog

  • Top ten Soap2Day Options in the 2025 Free & Safer Film Sites

    Similar court orders prolonged Isp blocks on the illegal activities streams inside Ireland, and you may United kingdom cops remain caution on the dangers linked with pirate boxes and you may unlawful streaming websites. It machines and you will links so you can pirated news content, so you might enter judge issues for making use of your website. And also this closes your Internet service provider of throttling your partnership speed whenever you’re online streaming. (more…)

  • সলঙ্গার সাহেবগঞ্জ বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন শিল্পপতি রুহি আফজাল

    সলঙ্গার সাহেবগঞ্জ বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন শিল্পপতি রুহি আফজাল

    দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহ আলম: তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক: এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২৯ অক্টোবর ২০২৫ সলঙ্গার সাহেবগঞ্জ বাজার এলাকায় জনগণের মাঝে দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করেন,(রায়গঞ্জ, তাড়াশ, ও, সলঙ্গা) নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশ বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং একমাত্র সফল নারী উদ্যোক্তা,ক্লিন ইমেজ নেত্রী , “রুহী আফজাল,”

    সাবেক সদস্য: সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি । তিনি বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি, সিরাজগঞ্জ । উনার বাবা প্রয়াত আফজালুল হক মনি তালুকদার , ছিলেন সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) এলাকার তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির এম. এল. এ. এবং পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি । তিনি প্রয়াত পিতার আদর্শের পথ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন ও ধারণ করে ছাত্রকাল থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন । প্রতিদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে পাড়ায় মহল্লায় ,হাটে বাজারে, প্রত্যন্ত গ্রামীণ জনপদে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন। তিনি নিজে বিএনপি দলীয় এমপি নমিনেশন পদপ্রার্থী, কিন্তু তিনি বলেন ,দল যাকেই নমিনেশন দিক না কেন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ধানের শিষ কে বিজয় করে তুলবো ইনশাল্লাহ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করে যাব এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি ।

  • ‎মায়ের কোলে থাকা মান্তাহারকে ইলেকট্রিক হুইলচেয়ার দিলেন ডিসি

    ‎মায়ের কোলে থাকা মান্তাহারকে ইলেকট্রিক হুইলচেয়ার দিলেন ডিসি

    দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎বিরল রোগে আক্রান্ত নারায়ণগঞ্জের শিশু মান্তাহার মাহমুদকে একটি অত্যাধুনিক ইলেকট্রনিক হুইলচেয়ার দিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। নারায়ণগঞ্জে মানবিক ডিসির উপহার পেয়ে সন্তানের হাসির উজ্জল মুখ দেখতে পেয়েছে মান্তাহারের “মা”। এই হুইলচেয়ারটি ব্যবহার করে চলাচলের সুযোগ পেল মান্তাহার।আনন্দে আত্মহারা হয়ে কান্নারত অবস্থায় ডিসি ও মান্তাহার এর জন্য সকলের কাছে দোয়া চাইলেন “মা”।

    ‎বুধবার (২৯ অক্টোবর) বিকেল বেলায় জেলা প্রশাসক কার্যালয়ে মান্তাহার ও তার পরিবারকে এ উপহার তুলে দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী তিনি নিজ হাতে মান্তাহারকে অত্যাধুনিক একটি ইলেকট্রনিক হুইলচেয়ার উপহার দেন।

    ‎জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিশুটি দেখতে খুব সুন্দর। প্রথম যেদিন আমার কাছে এসেছিল, ওকে দেখে আমার খুব মায়া লেগেছিল। তার মায়া মুখ খানাটা দেখে তার প্রতি ভালোভাষায় দুর্বল হয়ে গেছে। কিছু সহায়তা করেছিলাম, কিন্তু মনে হয়েছিল যথেষ্ট নয়। আজ যখন দেখলাম সে হাসিমুখে হুইলচেয়ার চালাচ্ছে, তখন সত্যিই ভালো লেগেছে। প্রতিবন্ধী শিশুদের বাইরের আলো-বাতাসে থাকার সুযোগ যেন আমরা কখনো বন্ধ না করি।

    ‎তিনি আরও বলেন, এই সমাজে অবহেলিত হয়ে পড়ে রয়েছে অনেক শিশু। তাদের সহযোগিতায় এই সমাজের বৃত্ত শালীরা যারা আছে তারা এগিয়ে আসলে বা সহযোগিতার হাত বাড়ালে তারা নতুন এক জীবন ফিরে পাবে তাই বিত্তশালীদের প্রতি ‎এই আহ্বান জানাই।

    ‎জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসাদুজ্জামান সরদার বলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম যেদিন নারায়ণগঞ্জে যোগদান করেছিলেন, সেদিনই প্রতিবন্ধী শিশুদের জন্য কিছু স্মার্ট ডিভাইস বিতরণ করেছিলেন। তিনি শুধু বলেন না, কাজ করে দেখান। প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে তিনি ইতোমধ্যেই নানা স্মার্ট উদ্যোগ নিয়েছেন।

    ‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনসহ অন্যান্য কর্মকর্তারা।

    ‎মান্তাহার মাহমুদ নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার ইসদাইর এলাকার এনামুল হক ও মিতু বেগম দম্পতির সন্তান।

    ‎শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নয় বছর বয়সী মান্তাহার প্রথমে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো। পরে ভর্তি হয় খোরশেদ আলম ইসলামিয়া মাদরাসায়। কিন্তু হঠাৎ তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে সে হাটাচলা করতে অক্ষম হয়ে পড়ে। ফলে প্রায় এক বছর ধরে মাদরাসায় যাওয়া বন্ধ হয়ে যায়।

    ‎শিশুটির বাবা এনামুল হক বর্তমানে পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক। মাসে যে টাকা আয় করেন, সেটা দিয়ে কোনো রকমে সংসার চলে। একসময় সুস্থ থাকা মান্তাহার হঠাৎ হাটা-চলার অক্ষমতায় পড়লে চিকিৎসকেরা জানান, সে Duchenne Muscular Dystrophy (DMD) নামের এক বিরল ও জটিল রোগে আক্রান্ত হয়েছে। এই রোগের চিকিৎসা বাংলাদেশে নেই, বিদেশে করাতে গেলে বিপুল অর্থের প্রয়োজন।

    ‎চিকিৎসার আশায় দ্বারে দ্বারে ঘুরে হতাশ হয়ে পড়েন অসহায় এই দম্পতি। সব জায়গায় সহায়তা না পেয়ে তারা শেষ পর্যন্ত দেখা করেন ‘মানবিক ডিসি’ খ্যাত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে।

    ‎হুইলচেয়ার পেয়ে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে মান্তাহার। সে বলে, আমি অনেক খুশি। ডিসি অফিসের নিচে রাস্তায় অনেকক্ষণ চেয়ারে বসে চালিয়েছি। এখন আমি মাদরাসায় যেতে পারব। সারাক্ষণ মায়ের কোলেও থাকতে হবে না।

    ‎মান্তাহারের মা মিতু বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ডিসি স্যার গত সপ্তাহে হুইলচেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ তিনি তার কথা রেখেছেন। উনি সত্যিই খুব মানবিক মানুষ। আমরা অনেক খুশি। আমার সন্তানের চিকিৎসার জন্য সবাইকে পাশে আসার অনুরোধ করছি।

  • নারায়ণগঞ্জ-৫ আসনে বাবুলের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

    নারায়ণগঞ্জ-৫ আসনে বাবুলের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

    দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৯শে অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ্ ও ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ’র নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত এলাকাবাসী একনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও সমাজসেবী একজন ব্যক্তি হিসেবে আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে হাত নেড়ে তাকে সমর্থন জানান।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতামূলক এ কর্মসূচি পালন করা হয়। নগরীর মিশনপাড়া মোড় থেকে শতশত কর্মী সমর্থক নিয়ে ডন চেম্বার, খানপুর, বৌ-বাজার, খানপুর মেইন রোড, ব্রাঞ্চ রোড, নগর খানপুর, তল্লা সর্দার পাড়া, ব্যাংক কলোনী ও রামবাবুর পুকুর পাড় হয়ে চাষাড়া পর্যন্ত এ লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

    বিভিন্নস্থানে সংক্ষিপ্ত পথসভায় এসময় বক্তারা বলেন, ‘জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।’

    বক্তৃতারা আরও বলেন, ‘আমাদের বাবুল ভাই জনগণের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চায়। এই গণসংযোগের মাধ্যমে মানুষের মনের কথা আমরা শুনছি এবং আমাদের বার্তাও পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র যেখানে মানুষ সমানভাবে সুযোগ পাবে এবং কেউ নিপীড়িত হবে না।’

    এসময় নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাসুম, ১২নং ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: মামুন, ১৪নং ওয়ার্ড মহিলা দলের সিনিয়র সভাপতি জিসান সুরাইয়া ও ২২নং ওয়ার্ড বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া বশরি সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • মাইক্রোবাস স্ট্যান্ডের ঘটনা নিয়ে টিপুর প্রতিক্রিয়া

    মাইক্রোবাস স্ট্যান্ডের ঘটনা নিয়ে টিপুর প্রতিক্রিয়া

    দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নাঃগঞ্জ মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

    সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি পক্ষ তাঁর নামে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
    অ্যাডভোকেট টিপু জানান, সম্প্রতি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে কিছু শ্রমিক দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং নির্বাচন দাবি জানায়। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত হয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করেন ও আলোচনার মাধ্যমে সমাধান দেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
    বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী আজমেরী ওসমান ও অয়ন ওসমানের কিছু প্রেতাত্মা এবং তাদের দালালরা শ্রমিকদের নাম ভাঙিয়ে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। আমার উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হওয়ায় তারা ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
    তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কিছু ব্যক্তি ওসমান গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। তারা তুচ্ছ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমাকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতে চায়।
    বিবৃতির শেষাংশে তিনি বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানান যেন কেউ এই বিভ্রান্তিমূলক ও ষড়যন্ত্রমূলক প্রচারণায় বিভ্রান্ত না হন।
    আমি দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করছি, কেউ যেন এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণাকে বিশ্বাস না করেন। সত্য একদিন প্রকাশ হবেই,” — বলেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।

  • জোসেফ সাগরের নেতৃত্বে যুবদলের জাকজমকপূর্ণ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী

    জোসেফ সাগরের নেতৃত্বে যুবদলের জাকজমকপূর্ণ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী

    দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে. এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত এই বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

    এদিন দুপুর ২ টা থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে শহরের মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে থাকেন। বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল আসতে আসতে এ পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়।
    এ সময় ঢাক-ঢোল, ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে চারিপাশ মুখরিত হয়ে উঠে।

    সেইসাথে সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হেসেন খান এবং উদ্বোধক হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালীর উদ্বোধন করেন।

    কে. এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহবায়ক মাসুদ রানা, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাগর প্রধান, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তুু ও জুয়েল প্রধান হ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সভাপতির বক্তব্যে কে. এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে আমাদের সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। সর্বোচ্চ মেধা দক্ষতা চিন্তার মাধ্যমে আমাদের জনগণের মনকে জয় করতে হবে। ধানের শীষের প্রার্থীকে নিয়ে আমরা আমাদের আসনে বিজয়ী করে আনবো।

    অ্যাডভোকেট সাখাওয়াত হেসেন খান বলেন, যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জওয়াব দেয়ার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রস্তুুত থাকতে হবে।
    আক্তারুজ্জামান মৃধার সঞ্চালনায় আরো উপস্থিত বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, জুয়েল রানা, নূর আলম খন্দকার, আতিকুর রহমান সবুজ, শফিকুল আলম মুক্ত, হাজী সাইদ, মনা, আলআমিন, বাপ্পি শিকদার, মাসুম, সেলিম খন্দকার, নূর আলম খন্দকার, মিজান, দুলাল, মাইনুল, জনি, শরীফ, হারুন প্রমুখ।

  • যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালীতে জাকির হোসেন সেন্টুর

    যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালীতে জাকির হোসেন সেন্টুর

    দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, যুবদল নেতা জাকির হোসেন সেন্টু।

    সোমবার (২৭শে অক্টোবর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে এ যোগদান করা হয়।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিকদার জাকির হোসেন সেন্টু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি এই যুবদল আজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার আদর্শে গড়ে উঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

    দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আন্দোলনের এই সময়ে ত্যাগ ও সাহস নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে এবং আগামীতেও এই সংগঠন দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।

    জাঁকজমকপূর্ণ এ র‍্যালীতে ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা হাতে নিয়ে যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর খানপুর হাসপাতাল রোডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল খানপুর এসে জড়ো হয়।

    এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোঃ মোতালিব, নাজমুল হাসান, জেবিএন সালাউদ্দিন, রোবেল, রিপন খান, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, শেখ মাইনুদ্দিন, মিজু আহম্মেদ, কবির খা, রোমান, নাজমুল খান, মো:জসিম, মাহবুবুল আলম সুমন, শান্ত সরদার, কাউসার, ইকবাল, রোহান ও বিশাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জোসেফের বর্ণাঢ্য র‍্যালীতে শিকদার বাপ্পির যোগদান

    যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জোসেফের বর্ণাঢ্য র‍্যালীতে শিকদার বাপ্পির যোগদান

    দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামী যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, শিকদার বাপ্পি (চিশতি)।

    সোমবার (২৭শে অক্টোবর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি’র নেতৃত্বে এ যোগদান করা হয়।

    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিকদার বাপ্পি বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশনায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে এজন্য আমাদের প্রিয় নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীর প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। তাদের কথা বুঝতে হবে এবং পাশে থাকতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা ফয়সাল হাসান, মোল্লা বাপ্পি, রকি, হান্নান, পরশ, সাকিল, রাজিব, রানা, পারভেজ, ফারুক, নরন সিকদার, সাজু, আলামিন, পায়েল, ফয়সাল, আকরাম, পাভেল, আরমান ও মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    জাঁকজমকপূর্ণ এ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে মন্ডলপাড়া জড়ো হয়।

  • চারারগোপ যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক-২

    চারারগোপ যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক-২

    দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন কালিরবাজার সংলগ্ন চারারগোপ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুই জন আটক হয়েছে।

    গত ১১ জুন বুধবার রাতে চারারগোপ এলাকায় অভিযানে আটককৃতরা হলো বন্দর থানাধীন বাড়ইপাড়া এলাকার নূর আলম ও ফতুল্লার তল্লা এলাকার পাপ্পু।

    এসময় আটক দুই মাদক কারবারির কাছ থেকে জব্দ করা হয়েছে রামদা, বগি, চাইনিজ কুড়াল, ছুরিসহ বিভিন্ন ধরনের ২৭ টি ধারালো অস্ত্র, ৩ পুরিয়া হেরোইন, ৬৭ পিছ ব্লাক ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৫১ টাকা। (বা:প্র:)

    নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাদ্দাম মল্লিক জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, মাদক, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বন্দরে যৌথ বাহিনীর অভিযান মাদক ও অস্ত্রসহ আটক ২

    বন্দরে যৌথ বাহিনীর অভিযান মাদক ও অস্ত্রসহ আটক ২

    দৈনিক তালাশ ডটকমঃ বন্দর প্রতিনিধি নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ২৩ নং ওয়ার্ড নুরবাগ এলাকা আলোচিত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট গাজী ওরফে গাজারু গাজীর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

    মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বন্দর থানার নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। যৌথ বাহিনী অভিযানে নেতৃত্ব দেন মাদকবিরোধী অভিযানের সমন্বয়ক মেজর আফসান।

    যৌথ বাহিনীর সদস্যরা গাজীর বাড়িতে হঠাৎ হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করে।

    অভিযানের সময় গাজীর মেয়ে লিজা (২৩) ও ভাতিজা বাবু (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে গাজীর হয়ে মাদক কারবারে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    তবে মূল অভিযুক্ত গাজী অভিযান শুরুর আগেই টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

    জানা যায়, মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

    তাঁর বিরুদ্ধে বন্দর থানাসহ আশপাশের এলাকায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
    অভিযান সম্পর্কে মেজর আফসান বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট-জিরো টলারেন্স। আমরা কাউকে ছাড় দেব না।

    এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    আটক দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, গাজীর মাদকের রাজত্বে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ছিল। তারা দ্রুত গাজীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।