দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ টানবাজার হরিজন সিটি কলোনি মেথরপট্টিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন, দেশি- বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা, দেশি-বিদেশি ১১ বোতল মদ, হেরোইন, ১২টি মোবাইল ফোন, বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ২ লাখ ২০ হাজার টাকা।
অভিযানে আটক করা হয়: শিবা দাস ওরফে নুরুল ইসলাম (৩৪) ও প্রহল্লাদ লাল (৭০)।
তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযান শেষে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব কুমার মণ্ডল সাংবাদিকদের জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা যৌথ অভিযান পরিচালনা করি। অভিযানে বিপুল পরিমাণ মাদক, মাদক বিক্রির টাকা ও অস্ত্রসহ দু’জনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Blog
-

বাজার মেথর পট্টিতে যৌথ বাহিনীর অভিযান মাদক ও অস্ত্রসহ আটক ২
-

জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিদ্ধিরগঞ্জ কৃষকদলের দোয়া মাহফিল
দৈনিক তালাশ ডটকমঃ টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার, ৫ জুন সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতির আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধানই ছিলেন না, বরং তিনি ছিলেন স্বপ্ন দেখানো এক নেতা, যাঁর আদর্শ আজও জাতিকে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, “রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের রূপকারদের অন্যতম। তাঁর নেতৃত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য প্রেরণার উৎস।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও গণতন্ত্রের জন্য তার অবদানের কথা তুলে ধরেন।
থানা কৃষক দলের সভাপতি মোঃ জসিমের সভাপত্বিতে ও থানা কৃষক দলের সদস্য সচিব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনামুল হক স্বপন খন্দকার সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদল, মোঃ দেলোয়ার হোসেন খোকন সাবেক সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল,মোঃ সোহেল রহমান সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকল, মোঃ ফজলুল হক কন্ট্রাক্টর সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকল, মোঃ জসিম সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদল, সজিব গাজী, সবুজ, পরাগ, রানা, আল-আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনা জানানো হয়। এই আয়োজন শুধু একটি স্মরণসভাই নয়, বরং এটি ছিল জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে আরও গতিশীল করার এক সংকল্পের মুহূর্ত।
-

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা
দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়ায় অবস্থিত মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৩টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মঞ্জুর হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নুর আমিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুলতান গিয়াস, ৫নং বাংড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রাসেল মিয়া, সহ-সভাপতি মজিবর রহমান ও মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিমুল বারী, মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাসেত মিয়া এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবিস্মরণীয় অবদান, মুক্তিযুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কার্যক্রম, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে তাঁর সাহসী ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে তবারক হিসেবে সুস্বাদু খিচুড়ি পরিবেশন করা হয়, যা দিয়ে উপস্থিত অতিথি, নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ এলাকাবাসীকে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। গোটা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর, শৃঙ্খলাপূর্ণ ও হৃদয়গ্রাহী।
-

পাকুল্লা মুসলমানদের বাড়িঘর ঘেঁষে শ্মশান নির্মাণ: ইউএনও বরাবর স্থানান্তরের আবেদন
দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ:টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লা দক্ষিণপাড়ায় মুসলমানদের বসতবাড়ি সংলগ্ন স্থানে শ্মশান নির্মাণ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পাকুল্লা দক্ষিণপাড়া, চরপাড়া ও গুণটিয়া গ্রামের মুসলিম অধিবাসীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জাপুর বরাবর একটি আবেদন দাখিল করেছেন।
স্থানীয়দের অভিযোগ, শ্মশানটি মুসলমানদের ঘর থেকে মাত্র ২০ হাত দূরত্বে অবস্থিত। এতে মৃতদেহ দাহ করার সময় সৃষ্ট তীব্র দুর্গন্ধ ও ছাই বাতাসে ভেসে আশেপাশের বাড়িঘরে প্রবেশ করে। একাধিকবার দেখা গেছে, দাহকৃত ছাই রান্না করা খাবারের উপরও এসে পড়ছে। এতে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “শ্মশানের কাছ দিয়ে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীরা যেতে ভয় পায়। এটি একটি ব্যস্ত সড়কসংলগ্ন এলাকা হওয়ায় অসংখ্য পথচারীও এর কটু গন্ধ ও দৃশ্য দেখে ভীত ও অস্বস্তিতে পড়েন।”
স্থানীয়দের দাবি, জনবসতিপূর্ণ এলাকা থেকে শ্মশানটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক এবং ধর্মীয় সহাবস্থানের পরিবেশ বজায় রাখা হোক।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
-

ফ্যাসিবাদকে দাফন করতে দেশে এখন গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরাচার সরকারের পতনের ১০ মাস হতে চললেও দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এখনো কার্যকর হয়নি। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে বর্তমান সরকার। ফ্যাসিবাদকে দাফন করতে হলে দেশে এখন গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই।
বুধবার (৪ই জুন) দুপুরে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট দূরীভূত হবে না। ভারত লাগাতার দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া বিকল্প নাই।’
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত লাগাতার ভাবে এদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এটা রুখতে হলে নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই। সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য আমরা সমালোচনা করি। এমন কোন পদক্ষেপ বা বক্তব্য দেয়া না হয় যাতে নিজেদের ঐক্য বিনষ্ট হয়। নিজেদের ঐক্য কোন ভাবে বিনষ্ট করা যাবে না।
মৎস্যজীবী দল মহানগরের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের সভাপতিত্বে ও সংগ্রামী সদস্য সচিব নাসির উদ্দিন জাহান সাগরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
-

মাসদইরে মুরগির দোকানে কর্মচারীকে কুপিয়ে নগর টাকা ও মোবাইল ছিনতাই
দৈনিক তালাশ ডটকমঃ ফতুল্লা থানাধীন মাসদাইর বাজারে মুরগির দোকানে কর্মচারী মোঃ সপন হোসেন কে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে দোকান থেকে ১০ হাজার নগত টাকা, দুই টি মোবাইল ফোন ছিনতাই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত রয়েছে, শীর্ষ মাদক সম্রাট, দিপু বাহিনীর অন্যতম সদস্য চশমা সাব্বির – পিতা সপন, রাকিব, সাবু, পারভেজ,সহ বেশ কয়েকজন সন্ত্রাসী, এ-ই ছিনতাই কারীদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
-

কুমিল্লায় সেনাবাহিনী ইউনিফর্মের কাপড়সহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক
দৈনিক তালাশ ডটকমঃ ৩৩ পদাতিক ডিভিশন এর অধীনস্থ ৪৪ পদাতিক ব্রিগেডে উদ্ধারকৃত মালামাল সমূহ:
১। ইয়াবা – ৭৮ টি
২। মোবাইল ফোন – ৯ টি
৩। পাওয়ার ব্যাংক – ১ টি
৪। চাপাতি – ১ টি
৫। কুড়াল – ১ টি
৬। বড় ছুরি – ১ টি
৭। কাঁচি – ২ টি
৮। কাটিং প্লাস – ১ টি
৯। সিসিটিভি ডিভিআর – ১ টি
১০। সেলাই রেঞ্জ – ১ টি
১১। বাটুল (লোহার বস্তু) – ১ টি।
১২। স্ক্রু ড্রাইভার – ২ টি
১৩। গাঁজা – ২৫০ গ্রাম
১৪। ছুরি – ১ টি
*১৫। সেনাবাহিনীর ইউনিফর্ম কাপড় – ৩ গজ*আটককৃত গ্যাং সদস্যদের পরিচয়:
১। চয়ন চন্দ্র শীল
পিতা: দিলীপ চন্দ্র শীল,
মাতা: রত্না রানী শীল,
গ্রাম: কোরপাই, থানা: কোতয়ালি, জেলা: কুমিল্লা।২। মোঃ ফরিদ
পিতা: হানিফ,
মাতা: আলেয়া বেগম,
গ্রাম: চম্পক নগর, পোস্ট: দুর্গাপুর,
থানা: কোতয়ালি, জেলা: কুমিল্লা।৩। নাসির উদ্দিন
পিতা: কাজল মিয়া,
মাতা: সেলিনা বেগম,
গ্রাম: সুলতানপুর, থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা।৪। তুহিন
পিতা: কবির উদ্দিন,
মাতা: মোমেনা বেগম,
গ্রাম ও পোস্ট: সুলতানপুর,
থানা: দেবীদ্বার, জেলা: কুমিল্লা -

রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
দৈনিক তালাশ ডটকমঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফজলে রাব্বী হৃদয় (২৩)। তিনি নয়াপাড়া গ্রামের মো. রহিদ মোল্লার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সকাল ৮টা ৫ মিনিটে বানেশ্বর বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় তারা জানতে পারেন, নয়াপাড়া গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়ির একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি অবস্থান করছেন।
সংবাদ অনুযায়ী সকাল ৮টা ১০ মিনিটে অভিযান শুরু করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফজলে রাব্বী হৃদয়কে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো প্লাস্টিকের বস্তায় রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই মামলার আরেক অভিযুক্ত, পুঠিয়ার আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ও পলাতক দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
-

বন্দরে অস্ত্রের মুখে জিম্মি করে এক হাটের গরু অন্য হাটে আটক ৩
দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কোরবানির হাটের উদ্দেশ্যে আসা গরু জোরপূর্বক অন্য হাটে নামানোর অভিযোগে উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ মে) রাতে বন্দরের চৌরাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাপ্টেন রাগিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে সুলতান মাহমুদ আপন (২৫), একই ওয়ার্ডের আরিফ হোসেনের ছেলে রুহুল আমিন (২৭) ও সিদ্দিকুর রহমানের ছেলে মো. জহিরুল ইসলাম।
সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সেনাবাহিনীর কাছে অভিযোগ আসে যে, শীতলক্ষ্যা নদী পথে গরু বোঝাই একটি ট্রলার সিদ্ধিরগঞ্জের নাভানা হাটের উদ্দেশ্যে আসছিল। ট্রলারটি চলন্ত পথে বন্দর অংশে পৌঁছালে একদল দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গতিরোধ করে।
একপর্যায়ে বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ওই ট্রলারে থাকা সব গরুকে বন্দরের হাটে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এছাড়া জোরপূর্বক নামানো গরু নাভানার হাটে হস্তান্তর করে। -

বাইকের সিটকভার ও ইঞ্জিনে ৯০ বোতল ফেন্সিডিল
দৈনিক তালাশ ডটকমঃ রাজশাহী জেলার বাগমারা থানার মছমইল এলাকা হতে ০৩/০৬/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের সিটকভারে ও ইঞ্জিনের ভিতর থেকে ৯০(নববই) বোতল ফেন্সিডিলসহ (১) মো: কাসেদ আলী(৩২), পিতা: বজলু আলী, সাং- তেলকুপি, থানা: শিবগঞ্জ, জেলা: চাপাইনবাবগঞ্জ ও (২) মো: মেনাজুল ইসলাম(২৮), পিতা: মো: এরফান আলী, সাং- দিলালপুর, শাহবাজপুর, থানা: শিবগঞ্জ, জেলা: চাপাইনবাবগঞ্জ নামক দুইজন মাদক পাচারকারী গ্রেফতার ও এ কাজে ব্যবহৃত একটা মোটরসাইকেল আটক।