দৈনিক তালাশ ডট কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী ভূক্তা গ্রামে মরহুম হাজী নওয়াব আলী ভুঁইয়ার ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক গভীর শ্রদ্ধা ও আবেগঘন স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় ভূক্তা গ্রামের প্রতিষ্ঠিত ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয় হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান খান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,
“মরহুম হাজী নওয়াব আলী ভুঁইয়া ছিলেন এক নিরহঙ্কার, সাদা মনের, মানবপ্রেমী ও অকৃত্রিম ব্যক্তি। গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিজেকে বিলিয়ে দিতেন। তাঁর অগণিত দানশীলতা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড আজও এলাকার মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। বিশেষ করে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে তিনি যে অসংখ্য টিউবওয়েল স্থাপন করেছিলেন, তার প্রকৃত সংখ্যা কেউ বলতে পারবেন না। তার অতুলনীয় সমাজসেবার কারণেই তিনি ৭নং সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।”
তিনি আরও বলেন,
“১৯৯৫ সালে ভূক্তা গ্রামে প্রতিষ্ঠিত হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয় ছিল তাঁর সবচেয়ে দূরদর্শী ও মানবকল্যাণমূলক উদ্যোগ। এই প্রতিষ্ঠানে প্রতি বছর শত শত শিক্ষার্থী আলো ঝলমলে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে। মরহুমের হাত ধরেই ভূক্তা গ্রামের সামগ্রিক উন্নয়নের পথ সুগম হয়েছিল—এ কথা উপস্থিত সবার মুখেই বারবার উঠে আসে।”
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন ভূক্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আবু জাফর খান।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে হাজী নওয়াব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।