দৈনিক তালাশ ডট কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বাগুটিয়া এলাকায় ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের বিএনপি মনোনীত দলীয় প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচনী আঞ্চলিক অফিসের আনুষ্ঠানিক ও বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় উৎসবমুখর পরিবেশে ও নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতিতে এ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংড়া ইউনিয়ন বিএনপির সাবেক সম্মানিত সভাপতি মোহাম্মদ আরমান আলী ফকির।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন এ আসনের বিএনপি মনোনীত জনপ্রিয় ও গ্রহণযোগ্য সংসদ সদস্য প্রার্থী জনাব লুৎফর রহমান মতিন। তার উপস্থিতিতে পুরো অনুষ্ঠানে ছিল উৎসাহ-উদ্দীপনার আমেজ। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কালিহাতী পৌরসভার সাবেক দক্ষ কাউন্সিলর মোঃ আবু বকর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ মোবারক হোসেন, নারান্দিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ মোহর আলী, কালিহাতী উপজেলার ছাত্রদলের সাবেক প্রাণবন্ত আহ্বায়ক শেখ আমিনুল ইসলাম, বাংড়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হায়দার আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শামসুল আলম ফকির, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আগত শত শত উৎসাহী নেতাকর্মী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবর্তনের প্রত্যাশায় মাঠে নেমেছেন লুৎফর রহমান মতিন। তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ অঞ্চলে বিএনপি আবারও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আঞ্চলিক এই কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগুটিয়া ও আশপাশের অঞ্চলে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে নেতাকর্মীরা মনে করছেন।