জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির দোয়া

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ সহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ষ্ঠা ডিসেম্বর) বিকেলে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জুয়েল প্রধানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তৃতারা বলেন, বেগম জিয়া, শুধু জিয়া পরিবারের নয়, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। তিনি গুরুতর অসুস্থ হয়ে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনাদের নিকট আমাদের অনুরোধ আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমাদের মা ও মাটি মানুষের নেত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ-তায়ালা যেনো তাকে দেশের মানুষের দোয়ায় অচিরেই সুস্থতা দান করেন।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে এবং সংগঠনের সকল সদস্য সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

জালকুড়ি পশ্চিম উত্তর জুট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জুয়েল প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সফিকুল বাসারের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ ইস্রাফিল প্রধান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জালকুড়ি পশ্চিম-উত্তর জুট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা বাদল সরকার, সিনিয়র সহ-সভাপতি আইনুল হক, সহ-সভাপতি জয়নাল প্রধান, সাংগঠনিক সম্পাদক কাজল সরকার, কোষাধ্যক্ষ দীন মোহাম্মদ, বিল্লাল হোসেন ও আব্দুস সালাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *