খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মহানগর তারেক জিয়া পরিষদের দোয়া

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের আয়োজনে দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) বাদ এশা নগরীর ডিআইটি বিএনপি অফিসে মহানগর তারেক জিয়া পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ টিটু’র সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আজ শুধু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ। আজ আমরা যদি ওনাকে এভাবে হারিয়ে ফেলি তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে, তারা বিজয়ী হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ আপনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন।

টিপু আরও বলেন, আপনাদের নিকট আমার অনুরোধ আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং তাহাজ্জুদ নামাজের সময় আমার মা ও মাটি মানুষের নেত্রীর জন্য দুইহাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশের জনগণের জন্য তাকে ফিরিয়ে দেন এবং উন্নয়নে জন্য তাকে ফিরিয়ে দেন।

এসময় সভাপতির বক্তব্যে রাশেদ আহমেদ টিটু বলেন, বেগম জিয়া, শুধু জিয়া পরিবারের নয়, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

এঅবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা আমাদের মায়ের (বেগম জিয়া) সুস্থতার জন্য মসজিদে মসজিদে দোয়া করছি। আমরা আশা করি দেশের মানুষের দোয়ায় তিনি অচিরেই সুস্থ্য হয়ে যাবেন। সেই সাথে আমরা চাই, তিনি যেন ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

এসময় মোনাজাতে মহান রব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

তারেক জিয়া পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি, শহীদ আহম্মেদ, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার ও বিএনপি নেতা মোঃ সোহল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শতশত কর্মী সমর্থক।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *