দৈনিক তালাশ ডটকমঃ না.গঞ্জে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশন এর সভাপতি বদিউজ্জামান বদু বলেছেন, আমাদের নেত্রী খালেদা জিয়ার অবস্থায়ও সংকটাপন্ন। আমরা তার জন্যের দোয়া করবো।খালেদা জিয়া যেন নির্বাচনটা দেখে যেতে পারে। আমরা যে ষোল বছর নির্যাতিত হয়েছি যার কারণে এই বিচারটা যেন তিনি দেখে যেতে পারে এই কামনা রইলো।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে হোসিয়ারি সমিতিতে এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন তিনি তার স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী।জনগনের পাশে থেকে তিনি এ জাতিকে আগলে রেখেছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আমরা সকলে এই দোয়াই করবো পাশাপাশি আমাদের ব্যাবসায়ীবৃন্দ যারা আছেন তাদের জন্যও আমরা দোয়া করবো।
দোয়া মাহফিলে এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু এবং সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, দুলাল মল্লিক, পরিচালক আব্দুল হাই, মিজানুর রহমান, পারভেজ মল্লিক, হাজী মো.শাহিন হোসেন, আতাউর রহমান, মনির হোসেন, মাসুদুর রহমান, বৈদ্দনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ সহ প্রমূখ।