দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় নবাগত ও দক্ষ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে আনন্দঘন পরিবেশে উষ্ণ অভ্যর্থনা ও বর্ণিল ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার সিনিয়র কর্মকর্তাবৃন্দ, অভিজ্ঞ পুলিশ সদস্য এবং বিভিন্ন ইউনিটের নিবেদিতপ্রাণ ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিটের নানাস্তরের পুলিশ সদস্য, এবং সচেতন সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।